বাদাম বেইচা কেমনে স্যার হমু

গরীব বা ধনী হোক সবারই স্বপ্ন আছে। স্বপ্ন কখন জাতি ভেদে হয় না। স্বপ্ন দেখার অধিকার সবার আছে।যে বয়সে লেখাপড়া করার কথা ঠিক সেই বয়সে অনেক শিশু তার পরিবারের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন শ্রমে নিয়োজিত থাকে।শ্রম যে ধরনের হোক না কেনো চায় শুধু দুবেলা দুমুঠো ভাত।শিশুটির নাম উজ্বল (১০)বেউথা বস্তিতে  থাকে দুর থেকে তার কন্ঠে শোনা য়ায “বাদাম লইবেন ভাই বাদাম “তাকে এ কাজ কর কেন প্রশ্ন করলে জানায় “বাবা নাই মা বাইততে বাইততে কাম করে।  মা যা কামায় তাতে আমাগো অই না তাই বাদাম বেচি “।সে আরো জানায় প্রতিদিন তার (১৫০-১৮০) পর্যন্ত আয় হয়।তার স্বপ্নের কথা জানতে চাইলে সে বলে “ইচ্ছা ছিল স্যার হমু  পোলাপানে আমারে সালাম দিব।এহন আর স্কুলে জাইতে পারি না। বাদাম বেচুম না স্কুলে যামু।”
আমাদের সমাজে অনেক শিশু আছে যারা লেখাপড়া করতে চায়। কিন্ত আর্থিক অভাবের কারনে তাদের স্বপ্ন শুধুই স্বপ্নই রয়ে যায়।

শিশু সাংবাদিক
আবুল হাসানাত
NCTF জেলা কমিটি মানিকগঞ্জ

ব্রাহ্মণবাড়িয়ায় সেভ দ্য চিলড্রেন ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে প্রশিক্ষ কর্মশালা সম্পন্ন :

এনসিটিএফ সদস্যদের জীবন দক্ষতা ও মান উন্নয়ন লক্ষে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত হয়ে গেলো ২ দিন ব্যাপী শিশু অধিকার,জীবন দক্ষতা,নিউজলেটার প্রকাশনা,আইসিটি ও এনসিটিএফ অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালাটি পরিচলনা করেন করেন সেভ দ্য চিলড্রেন এর সেন্ট্রাল ইয়ুথ ভলেন্টিয়ার জান্নাতুল ফেরদৌস টুম্পা। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন এনসিটিএফ কেন্দ্রিয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি সাপাতেত জামিল নওশান, সাধারণ সম্পাদক ছানিয়া জাহান পুষ্প, শিশু সাংবাদিক আফনান আলম সাকিব, শিশু গবেষক মাহিয়া চৌধুরী ও জেলা ভলেন্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস এবং এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্যদৃন্দ।

এনসিটিএফ খুলনার সংবাদ সম্মেলন

এনসিটিএফ’র কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা

খুলনা জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে শিশু একাডেমী, প্লান বাংলাদেশ এবং সেভ দি চিলড্রেনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বেলা ১টা ৩০মিনিটে নগরীর শিশু একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিশু সাংবাদিক মারজিয়া ইসলাম প্রাপ্তি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, খুলনার বিভিন্ন স্থানে এনসিটিএফ সদস্যরা শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে আসছে। এর মধ্যে নাগের বাজার বিভিন্ন স্পট, রেল বস্তি, বিসিক শিল্প নগরী, বাসস্ট্যান্ড উল্লেখযোগ্য। এসকল স্থানে এখনো অনেক শিশু বিভিন্ন ধরণের ঝুঁকিপূর্ণ কাজ করে চলছে। আমরা চাই এসব শিশু অর্থের অভাবে কাজে লিপ্ত হলেও তারা যেন লেখাপড়ার সুযোগ পায়। এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা খুলনা জেলায় এনসিটিএফ এর কার্যক্রম পরিচালনার জন্য কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ এনসিটিএফ সদস্যদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন, বর্তমান সরকার শিশুদের অধিকারের বিষয়ে যথেষ্ট আন্তরিক। সরকারের লক্ষ্য দেশে কোন পথশিশু থাকবে না। কিন্তু অনেক ক্ষেত্রে শিশুদের অনিচ্ছার কারণেই তাদের পুনর্বাসন করা সম্ভব হচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম, এনসিটিএফ’র উপদেষ্টা মিদুল ইসলাম মৃদুল, সভাপতি লিটন হাওলাদার, সহ-সভাপতি পুজা সাহা, সাংগঠনিক সম্পাদক দীপন দে, শিশু সাংবাদিক আরিয়ান নুহান, শিশু গবেষক সানজিদা ইসলাম, সানজিদ হাসান সাজিদ, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইমাম আবু জোবায়ের প্রমুখ।

এনসিটিএফ ময়মনসিংহের আগস্ট মাসিক সভা অনুষ্টিত (The monthly meeting of NCTF Mymensingh was held in August)

১১ই আগষ্ঠ,২০১৬ রোজ বৃহস্পতিবার বেলা .৩০ মিনিট ময়মনসিংহ এনসিটিএফ এর মাসিক মিটিং অনুষ্ঠিত হয় উক্ত মিটিং এনসিটিএফ এর সকল কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং সাধারন সদস্যরাও  উপস্থিত ছিলেন । উক্ত মিটিং সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা এনসিটিএফ এর সভাপতি শামস্ আল জাফির  মিটিং এর আলোচ্য  বিষয় ছিল
২০১৬ সালের পত্রিকা ছাপানোর জন্য লেখা সংগ্রহ করা
. আইডি কার্ডের জন্য ছবি সংগ্রহ করা
.১৫ আগষ্ঠ ২০১৬ বিকাল ৪টার মিলাদ মাহফিল করা
. ময়মনসিংহ এনসিটিএফ এর পূর্নমিলনি আনন্দ ভ্রমনএর দিন তারিখ নির্ধারণ  করা।

শামস আল জাফির,
সভাপতি,
এনসিটিএফ,ময়মনসিংহ।

এনসিটিএফ কিশোরগঞ্জ এর কার্যকরী কমিটির আগষ্ট মাসের মিটিং অনুষ্ঠিত (The monthly meeting of NCTF Kishoreganj executive committee was held in August)

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ১৫ই আগষ্টের শোককে ধারণ করে আজ এনসিটিএফ, কিশোরগঞ্জ এর কার্যকরী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়।বাংলাদেশ শিশু একাডেমি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্দোগে শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর উপর আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা , রচনা প্রতিযোগিতা সহ নানা ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়।তাছাড়া বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শন করা হয়। এনসিটিএফ সদস্যরা এসব  আয়োজন পরিদর্শন করে।

আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত

১৪ আগস্ট ২০১৬ ইং বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমি, হবিগঞ্জ প্রাঙ্গণে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এর মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা জনাব ইসরাত জাহান , সাবেক সভাপতি মিজানুর রহমান আরিফ ,জেলা ভলান্টিয়ার এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ কার্যনির্বাহী কমিটি এবং স্কুল কমিটি এর সদস্যবৃন্দ।

এনসিটিএফ রংপুর এর বৃক্ষরোপন

১২ আগষ্ট এনসিটিএফ রংপুর জেলার কার্যনির্বাহী কমিটির উদ্দোগে বাংলাদেশ শিশু একাডেমী এবং মিস্ত্রীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়। এ সময় কার্যনির্বাহী কমিটির সাথে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: ইমরান মিঞাঁ, বাংলাদেশ শিশু একাডেমী, রংপুর এবং এনসিটিএফ রংপুরের বন্ধু রেজিনা সাফরিন।

শিশুদের নিয়ে চকলেট উৎসবের আয়োজন করল এনসিটিএফ রাজশাহী

গত ১২ আগষ্ট এনসিটিএফ রাজশাহী জেলার আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গনে শিশুদের নিয়ে হয়ে গেল চকলেট উৎসব ২০১৬। এনসিটিএফ রাজশাহী জেলার কার্যনির্বাহী কমিটির স্বউদ্দোগের এই কার্যক্রমে আনন্দে মেতেছিল ১৬ জন কমলমতি শিশু। একটি নয় দুটি নয় মোট ষোলটি মজার চকলেটের আনন্দের এই আয়োজন করতে পেরে আনন্দিত এনসিটিএফ রাজশাহী।  পুরো আয়োজন জুড়ে উপস্থিত ছিল এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ এবং জেলা ভলান্টিয়ারগন।

শাস্তির দাবিতে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

কেশবপুর উপজেলার কালিয়ারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দলিত শিক্ষার্থীদের প্রতি অস্পৃশ্যমূলক কটূক্তিকারী শিক্ষকদের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সোমবার শিশু অধিকার বাস্তবায়নের সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) যশোরের উদ্যোগে জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইফতি আরাফাত শান্ত, সাংগঠনিক সম্পাদক মাসুম সুজন, চাইল্ড পার্লামেন্ট সদস্য সানজিদা আক্তার জ্যোতি, ভলেন্টিয়ার সেলিনা পারভীন, তানিয়া আফরিন, নয়ন কুমার গাইন প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়েছে, যশোর জেলার কেশবপুর উপজেলায় কালিয়ারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০ জন দলিত শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করে থাকে।

গত ২০ জুলাই স্কুলের ক্লাস চলাকালীন সময়ে চতুর্থ শ্রেণির ক্লাস শিক্ষিকা আসমা খাতুন গণিত পড়া নেয়ার সময় এক সহকারি শিক্ষিকা পারভিনা খাতুন অপ্রত্যাশিতভাবে ক্লাসে ঢুকে দলিত শিক্ষার্থীদের কটূক্তি করেন ও অকথ্য ভাষায় গালাগাল দেন। এছাড়া প্রধান শিক্ষক মতিয়ার রহমান দলিত শিশুদের দিয়ে অমানবিক কাজ করিয়ে নেন। স্মারকলিপিতে যশোর জেলা এনসিটিএফ ওই শিক্ষকদের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও দলিত শিক্ষার্থীরা যাতে মর্যাদাপূর্ণ পরিবেশে লেখাপড়া করতে পারে সে ব্যাপারে একটি নির্দেশনা জারি করে তা যথাযথ পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানিয়েছে।

মৌলভীবাজার এনসিটিএফ এর হাসপাতাল পরিদর্শন

 ৮ ই আগস্ট ২০১৬ইং সকাল ১০  টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার,জেলা কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ মৌলভীবাজার জেলার  ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের  শিশু ওয়ার্ড  পরিদর্শন করেন ।

এসময় তারা কর্তব্যরত ডাক্তার আব্দুল্লাহ আল-বাকী স্যারের  সাথে কথা বলে। ডা. আব্দুল্লাহ আল-বাকী স্যার  জানান, মা ও শিশুদের জন্য বেডের সংখ্যা চাহিদার তুলনায় কম। এদের জন্য ৪০  টি বেড রয়েছে।কিন্তু ডাঃ জানান মাঝে মাঝে  রোগীর সংখ্যা  ১২০ এ গিয়ে দাঁড়ায়। আজই রোগীর সংখ্যা   ছিল ৭০জন। রোগীর সংখ্যা  বেশি হলে একই  বিছানায় ২-৩ করে  থাকতে দেয়া হয়। হাসপাতালে জায়গা সল্পতার কারনে এই সমস্যাগুলো হচ্ছে বলে ডাঃ জানান।তাছাড়া হাসপাতালের নতুন ভবনে আরেকটা  শিশু ওয়ার্ড  খোলার কথা থাকলেও তা নাকি পর্যাপ্ত জনবলের অভাবে খোলা হচ্ছে না।এছাড়াও উক্ত ওয়ার্ডে মাত্র ১জন নার্স রয়েছেন। কিন্তু উক্ত ওয়ার্ড যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন রয়েছে ,তাছাড়া শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিছু খেলনা সামগ্রী, রয়েছে টেলিভিশন।

চিকিৎসাধীন নাসিমা বেগম  (২২ ) সাথে কথা বলে জানা যায়, তার শিশুর বয়স তিন দিন।ডাক্তাররা ওষুধপত্র দেয়া সহ নিয়মিত দেখাশুনা করছেন বলেও তিনি জানান।

ডাঃ আরো জানান এই সময় নিউমোনিয়া,শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেশি। তাছাড়া নবজাতকের বিভিন্ন প্রকার রোগ বিরাজমান রয়েছে।

ডাঃ জানান “সীমিত সম্পদে সর্বোচ্চ সেবাদেনের প্রচেষ্টা” এই স্লোগান নিয়ে তারা কাজ করছেন।

এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন  শিশু একাডেমীর লাইব্রেয়িয়ান ফরিদ উদ্দীন, এনসিটিএফ মৌলভীবাজার জেলা ভলান্টিয়ার কামরুল ইসলাম,রোমানা চৌধুরী প্রমুখ।