শিশুদের সাথে সংলাপ করবে ইউনিয়ন পরিষদ

২৯ আগষ্ট ২০১৭ এনসিটিএফ মেহেরপুরের নেতৃত্বে স্থানীয় সরকার মেহেরপুরের সার্বিক ততত্ত্বাবধানে এবং সেভ দ্য চিল্ড্রেনের সার্বিক সহযোগিতায় মেহেরপুরের সকল ইউনিয়ন ও পৌরসভাগুলোতে চলমান “ সমাজ ভিত্তিক শিশু সুরক্ষায় বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন সম্পর্কিত প্রতিবেদন এবং শিশুবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়নে কর্মশালা” সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের মাধ্য দিয়ে শেষ হয়েছে। ইউনিয়ন পরিষদের সকল সদস্য,সুশীল সমাজ এবং শিশুদের অংশগ্রহনে এ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার, মেহেরপুর। উক্ত কর্মশালায় স্থানীয় সরকারের সার্বিক কর্মকান্ডে শিশুর অংশগ্রহন নিশ্চিত, শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুর অভিযোগ গ্রহন ও সাড়া প্রদানসহ “শিশুবান্ধব স্থানীয় সুশাসন” নিশ্চিতকল্পে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করা হয়। কর্মশালার “মুক্ত আলোচনা” বিশেষ অতিথি মহোদয় শিশুদের কাছ থেকে শিশুদের অভিযোগ এবং বিভিন্ন দাবির কথা জানতে চায়লে শিশুরা তাদের অভিযোগ, যেমন কমিউনিটি ক্লিনিকগুলোতে শিশুদের ঔষাধ না দেওয়া, স্কুলে ঠিকমত ক্লাস না নেওয়াসহ শিশুদের মতামত প্রকাশের জন্য বছরে একবার ইউনিয় পরিষদের সাথে সংলাপ, অভিযোগ বক্স স্থাপন এবং শিশুবান্ধব ইউনিয়ন প্রতিষ্ঠানের লক্ষে পৃথক ‘নাগরিক সনদ’ এবং কোন খাতে কত বরাদ্দ তা উল্লেখ করার দাবি জানায়। কর্মশালা শেষে বিশেষ অতিথির বক্তব্যে উপ-পরিচালক স্থানীয় সরকার, মেহেরপুর মহোদয় নির্দেশ দিয়ে বলেন, “শিশুদের জন্য সংলাপ ও অভিযোগ বাক্স স্থাপন করতে হবে এবং সেই সাথে স্থানীয় সরকারের সার্বিক কর্মকান্ডে শিশুর অংশগ্রহন নিশ্চিত করতে হবে”। উক্ত কর্মশালার সার্বিক সহযোগী হিসাবে ছিলেন সৈয়দ নাশিদুল হক (সিনিয়র প্রজেক্ট অফিসার সেভ দ্য চিলড্রেন) এবং হাসান মাহমুদ (এনসিটিএফ জেলা স্বেচ্ছাসেবক)।

পরিশেষে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সভাপতির বক্তব্যে শিশু অধিকার প্রতিষ্ঠায় সকল কার্যকরি ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি দেন এবং শীঘ্রই শিশুদের সাথে সংলাপের ব্যবস্থা করবে জানান এবং কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।