উন্মুক্ত বাজেট সভা এবং বাজেট পর্যালচনা সভায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করবে ইউনিয়ন পরিষদ

ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায়ে “সমাজ ভিত্তিক শিশু সুরক্ষায় বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন  সম্পর্কিত প্রতিবেদন এবং শিশুবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়নে কর্মশালা” তারই ধারাবাহিকতায় ২০ সেপ্টেম্বর-২০১৭ তারিখে ঘাংনী উপজেলার “তেঁতুলবাড়ি” ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে এ কর্মশালায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত নিবার্হী পরিচালক, পিএসকেএস এবং সুনিল কুমার, প্রজেক্ট ডিরেক্টর। কর্মশালার উন্মুক্ত আলোচনায় শিশুদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয় জানান, পরবর্তী উন্মুক্ত বাজেট সভা এবং বাজেট পর্যালচনা সভায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করবে আমার পরিষদ। এছাড়াও শিশুদের অন্যান্য দাবি যেমন, শিশু অধিকার সপ্তাহ উদযাপন, শিশুদের সাথে সংলাপের আয়োজন করাসহ শিশু বান্ধব ইউনিয়ন প্রতিষ্ঠায় সকল প্রদক্ষেপ গ্রহন করা হবে বলে শিশুদের আস্বস্থ করেন।
উক্ত কর্মশালার সার্বিক সহযোগী হিসাবে ছিলেন সৈয়দ নাশিদুল হক (সিনিয়র প্রজেক্ট অফিসার সেভ দ্য চিলড্রেন) এবং হাসান মাহমুদ (এনসিটিএফ জেলা স্বেচ্ছাসেবক)।